হরিণী চোখ ছিলনা তার
মেঘলা মনে একলা মেয়ে
দূর আকাশে তাকিয়ে ছিল ।

কি যে, হলো দূর আকাশের
আলোর ঝিলিক ছড়িয়ে দিয়ে
আঁধার কালো সরিয়ে দিল ।


কি যে, হলো দূর বাতাসের
ঘুমের ভিতর ঝড় জাগিয়ে
শুকনো পাতা উড়িয়ে দিল ।


কি যে, হলো নদীর বুকে
মেয়ের দুঃখে উঠলো ফুসে
উতল ঢেউয়ে মাতাল হলো।


কি যে, হলো কাজলা মেঘের
গুমোট ভাবটা সরিয়ে  দিয়ে
হুড়মুড়িয়ে বৃষ্টি এনে দিল ।


হোকনা মেয়ে কাজল কালো
ভিজলো মেয়ে এলো চুলে
চোখের জল সবটা ধুয়ে গেল ।