এইখানেতে ঘুরে ফিরে পথ গিয়েছে বেঁকে
নুড়ি পাথর কে রেখেছে এমন পথের বাঁকে  
বোঝাপড়া রোদ্দুরেতে দিনের সকল বেলা
রাতবিরেতে হিমেল বাতাস বরফ নিয়ে খেলা ।।


ঐখানেতে পাহাড় বুকে ঝিরি ঝিরি ঝরনা শুরু
একলা চলে বাধন খুলে বুক তার দুরু দুরু
সে ঠুনুর ঠুনুর নুপূর পায় সমুখ দিয়ে যায়
আমার উদাস উদাস মন সবুজ বিছানায় ।।


রাত্রি হলে একলা একলা কেবল জেগে রই
চোখের সামনে ক্ষিদে তৃষ্ণার গল্প ঘটে যায়
নিঃশব্দে নিশাচর কোন অবলার রক্ত ঝরায়
জীবন মৃত্যু দোদুল দোলে এই জোয়ার ভাটায়  ।।


একটু দাঁড়িয়ে যেও তোমার হাতটি ছুঁয়ে দিও
একটু সবুজ একটু অবুঝ রঙে রাঙিয়ে নিও
ঝিরঝিরিয়ে পাইন পাতা ফিসফিসিয়ে কিছু বলে
জানি আমায় পড়বে মনে চোখের আড়াল হলে ।।