এই জন্য আমি অপেক্ষা করতে রাজি অনন্তকাল
এই শব্দবন্ধ এই মনে আনে কুহু ডাকা পলাশ লাল ;
এই জন্য পথ হেঁটেছি ঝড় বাদলে আলো আঁধারে
মৃগনাভি কস্তুরী সুবাসটুকু মুঠোতে রেখেছি ধরে ।


এই জন্য পৃথিবীর পরিক্রমাকে থামতে বলেছি
এই ইথার তরঙ্গের যাবতীয় শব্দ মুক্ত করেছি ;
এই জন্য প্রতি পুষ্পে দিয়েছি অভিমান ভরে
ওরা অস্ফুট রয়ে যাবে, প্রতিক্ষা সময় ধরে ।


এই জন্য আকাশের নীল নতুন করে এঁকে নেবো
এই জন্য সকালের সূর্যের রামধনু রং চেয়ে নেব;
এই জন্য নদী স্রোতকে বলেছি 'থাকো আমার সাথে'
বলেছে ‘তুমি ভালবাসা পাও, আছি তোমার সাথে’ ।