যদি সাথে নাও বিনিময় প্রথার যুগে ফিরে যাবো ...
ঘাস ফুলের বীজ দিলে  আরব্য রজনীর গল্প শোনাব।
এক মুঠো রোদ্দুর দিলে বানজার মাঠে চাষ করবো
বন্দর থেকে সমুদ্রের গন্ধ দিলে দুহাত পেতে ঘ্রাণ নেবো ।


যদি সাথে নাও বিনিময় প্রথার যুগে ফিরে যাবো ...
আকাশের নীল এনে দিলে বসন্ত বাহারে গান গাইবো।
কুসুম রাঙা সূর্য্য দিলে শিমুল পলাশ রাঙিয়ে নেবো
আঁধার ভাঙ্গা উষা দিলে মোরগ ডাকা সকাল দেবো ।


যদি সাথে নাও বিনিময় প্রথার যুগে ফিরে যাবো ...
যদি ফসলের স্বপ্ন দেখাও যৌথ খামার সাজিয়ে দেবো ।
যদি বৃষ্টিভেজা বাতাস দাও সবুজ পাতায় সাড়া দেবো
যদি মাছরাঙায় ডানা ঝাপটাও সকল হাসি ছড়িয়ে দেবো।


যদি সাথে নাও বিনিময় প্রথার যুগে ফিরে যাবো ...
চকমকি ঠুকে আগুন দিলে বুকের ভিতরে জমতে দেবো
সারা জীবনের কান্না দিলে প্রতি ঝিনুকে ভরে নেবো
সাতশো জন্ম ভালবাসা দিলে মৃত্যু উপত্যকায় জন্ম নেবো।



অনুপ্রেরণা :- কবি আজিতেশের ৭০০ তম কবিতার জন্মলগ্নে ।