কথাটা নতুন নয় কথাটা ফসিল হয়ে গেছে
তবু ও বলতে হল নোতুন ভাবে নোতুন করে।
বীর গাথা রচনা হ্য় পুরুষদের জন্য
পুরুষের নির্দেশে পুরুষ দ্বারা রচিত।
যুগে যুগে নারীরা সেখানে ব্রাত্য
আজীবন সমাজকে বয়েছে নির্বিকারে
পড়িয়ে দেওয়া হয়েছে চোখে ঠুলি
বলা হয়েছে তুমিই সে রত্নগর্ভা ।
দাবার ভুল ছকে বিক্রি হয়ে যাও
প্রজাদের অভিযোগে আগুনে নিক্ষিপ্ত হও!
সত্য প্রকাশের ভয়ে করেছো জিহ্বা কর্তন
যুদ্ধ রুখে দিতে তোমাকেই ভেট হতে হ্য়।
অসম্ভব! এমন নিকৃষ্টদের  নিয়ে বীরগাথা!
তাই কোনও পুরুষ তোমাদের নিয়ে
রচনা করেনি কোন কাহিনী ।
এক অলৌকিক নিয়মে রয়ে গেছ আড়ালে
একের পর এক হয়ে গেছ প্রস্তরীভূত
ঠিক যেন শাপগ্রস্তা কামিনী অহল্যা।
যখন সন্তান পরিচয় জানতে চেয়েছে
তখন মুখ লুকিয়েছ গভীর অন্ধকারে;
নিরব থাকতে হয়েছে আমৃত্যু
বংশ গৌরব যেন হৃত না হ্য় ।
কৃষ্ণপক্ষে তোমদের বার বার আগমন
মত্‍সগন্ধা ফুল্লরা চন্দ্রাবতী আর মায়াবতী হয়ে
শুক্লপক্ষে তোমাদের ঠাই হয়না
                  সেখানে তোমরা ব্রাত্য ;