নতুন করে নেব
হিমের রাতে শিশিরে ভিজে আরো স্বচ্ছ হবো
এবার তোমাকে ফুলের মতন ভালবাসবো ।
সহজ স্বপ্ন রেখে দেব প্রতি ফুলের পাঁপড়িতে
মধুর হবে দিন যামিনী প্রতি প্রহর আগামীতে।
নতুন করে নেব
তানপুরার ছেঁড়াতার একে একে জুড়ে নেবো
এবার তোমাকে গানের মতন ভালবাসব ।
সুর সাধবো সাঁঝ সকাল একাকী গভীর রাতে
ইমন বেহাগ দীপক মল্লারের আগুন বৃষ্টিতে।
নতুন করে নেব
শুকনো পাতার মর্মরে পদধ্বনির শব্দ হবো
এবার তোমাকে শব্দ মহিমায় ভালবাসবো ।
কিছু শব্দ গানের মুর্ছনাতে কিছু ফুল ফোটাতে
কিছু একান্ত আপন থাকবে চোখের জলেতে।
নতুন করে নেব
হারিয়ে যাওয়া নাম খুঁজে নিয়ে স্রোতে বইবো
এবার তোমাকে নদীর মতন ভালবাসবো ।
কচুরিপানার জাল সরিয়ে মুক্ত হবো উদ্দমেতে
জল ছড়াবে ইছামতী তোমায় ভিজিয়ে দিতে।
নতুন করে নেব
গনগন লেলিহান আগুনের শিখায় পবিত্র হবো
এবার তোমাকে পাখির মতন ভালবাসবো ।
ফিনিক্স পাখী যেমন  উড়াল দেয় দুই পাখাতে
ধংসস্তুপের ভিতর থেকে নতুন জীবন সাথে ।
আমি নতুন হবো...