অনেক দিন পর একটু যেন মেঘ ছুয়ে ফেলার আনন্দ
অনেক দিন পর সদ্য বাবুই বাসা বুনে ফেলার খুশি
অনেক দিন পর খেজুর গাছের শরীর মিষ্টি হলো
অনেক দিন পর সাদা হাঁসের পালকে বিকেল এলো।
      হলুদ প্রজাপতি আনন্দ সংকেত
      কিছুতেই সে ধরা দিতে চায়না।
      ভালোবাসা ভাললাগা জানি ক্ষনিকের
       আমাকেই দেখি সামনে রেখে আয়না।
অনেক দিন পর হামাগুড়ি দিয়ে শরীরে শীত নামল
অনেক দিন পর বধু এলো খোপায় নিজেকে সাজালো
অনেক দিন পর কপালে লাল পূর্ণচন্দ্র এঁকে নিলো
অনেক দিন পর পথে চোখ রেখে সে শংখ বাজাল।
    হিসাব কোনদিন মেলেনি চাওয়া পাওয়াতে
    কিছুই পারিনি রাখতে শুন্য হয়েছি দেওয়াতে।
    কেঁদেছি হেসেছি জীবনের ঘাত প্রতিঘাতে
    কখনো উত্তর মেলেনি যতটা চেয়েছি মেলাতে।
অনেক দিন পর হৃদয়ের কোঠরে যাতনার আলোড়ন
অনেক দিন পর ফেলে আসা পথে আলোর প্রক্ষেপন
অনেক দিন পর জীবনের সালতামামি পাঠ হলো
অনেক দিন পর পূর্ণ ছুটির আবেদন মঞ্জুর হলো ।