জীবন ছেড়ে যাসনে ওরে
আমার অনেক কিছু আছে দেখার
অনেক কিছু রসনা তৃপ্ত করার
মিঠে রোদ লেগে থাকুক শরীর জুড়ে
ভালবাসার উঠোন জুড়ে আদুরে চাদর
একটুখানি সুখের জন্য ডাক শুনেছি বুকের ভিতর
নতুন কলসি উপচে পড়ে জিরেন কাঠের রসে
তৃষ্ণা আমার শীত সকালে মিটবে এবার
পাটিপাতা দাওয়ায় উষ্ণতার উঁকিঝুকি
ছোটো ছেলেটা রাতে ঘরে ফেরেনি
সদ্য পোয়াতি বউটা দরজা খুলে রেখেছিল
আমার সে জনের হাঁপানিতে রাত জেগেছি
কুয়োতলায় একরাশ ঠান্ডা জড়ো হয়েছে
তবুও কেমন মায়া আশবটি আর শিলনোড়াতে
উঠোনের আখা আমার দিকে নিশ্চুপে চেয়ে
একরাশ মুক্তো মাকড়সা জালে হিম পরে
গোয়ালঘরে যাবার সময় বয়ে গেছে
গরুর বাছুরটার ক্ষিদে মাকে উতলা করছে
আমার বসে থাকলে চলে, কত কাজ
অনেক দুঃখ মিশিয়ে একটুখানি সুখ
আমার থেকে কেড়ে নিসনে এখনি
তোর কাছেই শেষের ঠায় জানি
তবু জীবন ছেড়ে যাসনে ওরে ।