বুক শির শির অনুভতি নিয়ে
মেঘ ছোঁয়া ঐ দিগন্ত সীমানায়
             চল যাবে ?
বসে পড়ব বিশাল প্রস্তর প্রান্তে
হাত ধরে তুমি আমি একদিন
হারিয়ে যাব দূর অজানায়
             চল যাবে?
এখানে অনায়াসে মৃত্যূর ছায়া
হামাগুড়ি দিয়ে পাশে এসে বসে
              চল যাবে?
আমি তুমি ছাড়া অনেকেই থাকে
সবাই নিজের মত নিজেতে মগ্ন
কেউ যেন কাউকেই দেখছেনা
              চল যাবে ?
অনেক নিচে যেন জীবন্ত পৃথী
এখানে একান্ত হতে মুখোমুখী
              চল যাবে?
ইচ্ছা করলে বাতাসে ডানা মেলে দেবো
মেঘের সাথে পাড়ি দেবো অন্য দেশে
বৃষ্টি ঝরায় ঝরে আবার জন্মিব দুজনায়
              চল যাবে ?