তোর জন্য আদি অনন্ত জেগে আছি
জানিসনা তোর প্রতিটি স্পন্দনে বাঁচি
পলক পড়াতে আকাশ নীল করেছি
মেঘলা মেয়ের কাছে কাজল চেয়েছি ।


তোর জন্য আদি অনন্ত জেগে আছি
বাদলার কাছে ঝিলিক হাসি নিয়েছি
সবুজ ঘাসে অবুঝ সহজতা ধরেছি
পাখিদের কাকলিতে সকাল এনেছি।


তোর জন্য আদি অনন্ত জেগে আছি
নদী হয়ে সাগরে তীরেও যেতে পারি
রামধনু রঙের  ঝিনুকে সাজাতে পারি
বালুকার কণায় চন্দ্রমা রাখতে পারি।


তোর জন্য আদি অনন্ত জেগে আছি
খোলা চুলে বাতাসকে খেলতে বলেছি
সর্ষে ফুলের রেণু বহু যত্নে এনেছি
শুধু তোর সাথে মিশে যেতে চেয়েছি ।


রাত আঁধারে হারিয়ে ভোর সকালে চাই
মিঠে কড়া রোদ্দুরে তোকেই ছুঁতে চাই
ভালবাসার উঠোনে শিউলি ফোটায় চাই  
একবার নয় বার বার তোকেই পেতে চাই ।