তোরই জন্য অনুভবে আদি অনন্ত
তোর প্রতিটি স্পন্দনে জাগা অস্তিত্ব
প্রথম পলক পড়তেই আকাশ হলো নীল
মেঘবালিকা বড় আদরে চোখে দিলো কাজল ।


তোরই জন্য অনুভবে আদি অনন্ত
ঝিলিক হাসি দুরে বাউল বাদল দিগন্ত
নিবিড় ঘাসে ঘাসে অবুঝ সবুজ ধারা
এ কোন সকাল পাখির কাকলি ভরা।


তোরই জন্য অনুভবে আদি অনন্ত
চকিতে মন নদী পেড়িয়ে মরুপ্রান্ত
আজ ঝিনুকে বিছানো পথ যেন রামধনু
বালুকা কণায় রাখে চন্দ্রমা ছায়া তনু ।


তোরই জন্য অনুভবে আদি অনন্ত
কি আনন্দে উড়ছে অরুণ বসনান্ত
সর্ষে ফুলের রেণুরা খেলে যে খোলা চুলে
আকাশের কিছুকথা আছে ঝুঁকে পড়ে ভূমিতলে ।


ভোর সকালে ফুরিয়ে গেল, রাতের ঘন আঁধার
আলতো করে ছুঁয়ে দেখে তাই মিঠে কড়া রোদ্দুর
ভালবাসার উঠোনে জুড়ে শিউলি পড়েছে ঝরে
তোকেই আমি রাখব ধরে এই বক্ষ মাঝারে ।