ইচ্ছা তো ছিল একদিন
তুমি মেঘ আমি রোদ্দুর হবো
আজ বড় একা, একলা লাগে
       এই নির্জন সমুদ্র সৈকতে ।
ইচ্ছা তো ছিল একদিন
বালুকা বেলায় পদচিহ্ন রেখে
হাতে হাত রেখে হাঁটতে থাকবো  
        রাত ফুরোনো সকাল পর্যন্ত ।
ইচ্ছা তো ছিল একদিন
রাতভর বৃষ্টির মত গল্প করবো
জমে থাকা জল নদী হয়ে যাবে
        উছলতায় এগিয়ে যাবে সাগরে ।
ইচ্ছা তো ছিল একদিন
দুচোখ জুড়ে সুখের স্বপ্ন হবো
জোত্স্নায় স্নান করে নতুন হবো
        জোনাকী ডানায় খুঁজে নেবো।


ইচ্ছাগুলো বন্দী ছিল মনের ভিতরে
একটা একটা করে অনেক আদর সয়ে ।
ছেড়ে দিতেই  হলো একদিন ইচ্ছাগুলো;
বাড়ির সামনে দিয়ে গেলে অন্য কারোর  হয়ে ।