তাই তো ভাবি কেন তোর জন্য ...
কেমন যেন বুকের ভিতর বৃষ্টি ঝরে
বৃষ্টি ধোয়া পাতা একটু হাওয়ায় দোলে
জল চুমকির বুকে আকাশ ছবি আঁকে
ভিজে মাটির গন্ধে স্মৃতির দরজা খোলে
সেদিন হটাত বৃষ্টি এলো মাঝ ময়দানে
বৃথাই চেষ্টা আত্মরক্ষা শেষে সমর্পন
প্রথম প্রথম আড়ি ছিল পরে পরমবন্ধু
দুহাত পেতে বৃষ্টি ধরার মিথ্যে ছেলেখেলা
লুকিয়ে গেল দিনের আলো সন্ধ্যা ঘনালো
বুকের ভিতর মুখ ডুবিয়ে উষ্ণতা সন্ধান
কাকভেজা হয়ে এক কাপ চায়ে চুমুক
ইচ্ছে  ছিল বৃষ্টি হয়ে সারা রাত ভিজে যেতে
তাই তো ভাবি কেন তোর জন্য ...