তোর মুখটা অস্পষ্ট লাগছে কেন
একটু একটু করে কি দুরে চলে যাচ্ছিস
মাঝে মাঝে ঘসা কাঁচ মনে হচ্ছে
চোখটা রগড়ে নিলাম তবু ও সেই অস্পষ্ট
ঠোট দুটো শীতের পাতার মত শুকনো
হলুদ পাতার মত এখনি খসে পড়বে
চেহারা যেন পত্রহীন গাছের কঙ্কাল
আসন্ন বসন্তে ফল ফুল পাতারা জাগবেনা  
কোথায় গেল সেই রকমফের হাসি
কারণে অকারনে হাসতে হাসতে চোখে জল
মাঝে মাঝে আমরাও যোগ দিতাম
বলতিস হাসি হলো জীবনের বেঁচে থাকা


হারিয়ে যাবার সব প্রস্তুতি শেষ করেছিস
দেওয়ালে ছবি হয়ে যাবার উদোম ইচ্ছা ;
আশা,একরাশ জুই যেন রাখা থাকে পাশে
মুখটা ধুসর আর অস্পষ্ট লাগছে, আরো অস্পষ্ট ...