প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে  চলে যাও কোথায় কত দূরে;
রিক্ত হতে হতে আর কত দীন করবে আমারে।
তুমি রেখে রেখে গেছ পায়ের চিহ্ন এই বালুকায়,
আমি যেতে যেতে থমকে গেছি অজানা আশংকায়।
যদি প্রেম প্রেম খেলে ফেলি নির্জন সৈকতে,
এই শির শির ঝাউবন ডাক দেয় হারাতে।
তবু ফিস ফিস কথা কিছু বলে যাবে বাতাস,
কিছু ঝিরি ঝিরি পাতায় থাকে লাজুক আভাস।
আমি মনে মনে খুঁজে গেছি আজন্ম কাল,
চোখ খুলে খুলে দেখি ভালোবাসা আজ নয় কাল ।