আমি আদি আমি অনন্ত
আমাতে স্থিতি আমাতে লয়
আমার অঙ্গুলি হেলনে পাহাড় হাসে
আমার পিঠ চাপড়ে জঙ্গল হাসে
কি নেই তোর? আমার কাছে হাত পেতে দেখ
চাইবি কেন ? আমি অন্তর্যামী আমি কল্পতরু।
আমি বুঝে নেব তোর কি প্রয়োজন
কখন কোথায় যাবি কার সাথে  কথা বলবি
আমার গুণপনার মঙ্গলকাব্য উচ্চারিবি অহরহ
তবেই তোর কুঁড়ে হবে সাত মহলা বাড়ি
ইঁদুর বেড়াল ঘরে কেউ রবেনা বেকার
আমার ছায়ায় পাবি সাত খুন মাফ
সকাল দুপুর সন্ধ্যে জপলে পাবিই পাবি
চাল গম জামা জুতো আর সাইকেল
আরো আছে কত কি কত আর বলি
আমার অমল চাওয়াতে ফসল উপচে পড়ে
আইন আমার মুখের বাণী যেমন চাই তেমন
কথান্জলি নোবেল পেলেও অবাক হোসনা
এযুগে একম এবং অদ্বিতীয়ম আমিই খনা
মুখ নিসৃত বাণী হয়ে যায় সত্য ঘটনা
যা কিছু কালো তা সাজানো গোছানো রটনা
চারিদিক ঝকঝক তকতক আর নয় বকবক
আমাতেই রেখে দিস আগামীতে অনন্ত ভরসাতে
বাঁচালে আমিই বাঁচাবো মারলেও আমি মারব
আমি সেই মৃন্ময়ী আমিই হতে পারি ছিন্নমস্তা
                     সুতরাং সাবধান ...