আমার বাঙলা আমার কাছে স্বপ্ন এনেছে,
এই প্রাণেতে সবুজ হাওয়ার দোলা দিয়েছে ।
ওপারেতে ডাকলে দোয়েল এপারে ফিঙের সাড়া
ওপারের  আজান সুরে জেগে ওঠে  বদ্যিপাড়া।


পদ্মায়  যে নৌকা ভাসে ভাটিয়ালী গানের তালে
চুর্নী জলে  বুধন ভাই ধরছে মাছ খাপলা  জালে ।
এপারেতে হাট বসলে  বিকিকিনি সবাই করে
আমার আবার তুলসীতলা সীমানার ওপারে পড়ে ।


গরম দিনে তাইতো বলি- জল বাতাসা খাবে চাচা  ?
নাড়িয়ে দাড়ি সেও বলে - নেবে নাকি টিয়ার বাচ্চা  ?
নিত্যি আসা নিত্যি যাওয়া তবু যেন আগল দেওয়া
মন কে তবু যায়না বাঁধা সেই খানেতে অনেক পাওয়া।


এপার কেঁদে ভাসিয়ে দেয় ওপারের বানভাসিতে
পাঠাও যদি জোড়া ইলিশ নাচবে মন  প্রাণ খুশিতে
থাকবে আড়ি থাকবে ভাব,বাংলা ভাষার রেখে সম্মান ।
দেখব স্বপ্ন দেখব খোয়াব, আমরা  মায়ের দুই সন্তান  ।