একদিন হারিয়ে গেলাম সবুজ মখমল ময়দানে
অনেক গভীরে ডুবে ছিলে কি ভাবছিলে আনমনে ।


এহাত ওহাত করে কত অলস সময় কাটিয়ে দিতে  
চাঁদ সূর্য মোমের আলোতে দ্যুতিটুকু  খুঁজে নিতে ।


সাত পাথরেও হার মানতাম তোমার চোখের দৃষ্টিতে
সাত সাগরের গভীরতা অথচ কি পবিত্রতা ওই মুখেতে ।


কাঠ গোলাপ গাছের নিচে চাঁপাকলি আঙ্গুলে ঠায় দিলে
সবার খুশি ছাপিয়ে গেছিল, তুমি আমার খুশি বুঝেছিলে?


নিজেকে মনে হয়েছিল সম্রাট দিল্লীর মসনদে অধিষ্ঠিত
মুমতাজের কাছে ভালবাসা পৌঁছে দেয় যেন সেই দূত ।


আদরে আদরে ভরিয়ে দিতে জাগরণ স্বপ্ন কি শয়নে
হিংসায় প্রেমিক ভুল বুঝে ছেড়ে গেল, আর ফিরবেনা ।


নির্জন এই সন্ধ্যায় কার জন্যে আর অপেক্ষা কর মেয়ে
লোভাতুর  চোখগুলো চকচক করছে যাও ফিরে আশ্রয়ে ।


আমাকে বাঁচাতে মরণছুট তবু শেষরক্ষা হল কোথায় ?
তিলে তিলে জমানো সম্ভ্রম খুইয়ে আকাশে চায়লে বৃথায় ।