শেষ কথা কি ছিল  ... রক্তিম


আজ বলেছিলে যেন সকাল সকাল বাড়ি ফিরি
আজ কি ? কেন ? বদলে মুচকি হাসি হেসেছিলে
বায়না করলে যেন সন্ধ্যার মুখে অবশ্যই ফিরি!
হাত তুলে বলেছিলাম কথা দিলাম কথা রাখব ।


ফেরার পথেই, এত দেখি বিনা মেঘে বজ্রপাত
দিনের বেলাতে হঠাত সব আলো নিভে গেল
কোথায় যেন বেজে উঠল পিনাকেতে টঙ্কার
কাক পক্ষী মানুষ গেল গেল বলে ত্রাহি চিত্কার ।


সায়নি, আমি দুচোখে কিচ্ছু দেখতে পারছিনা
মাথায় প্রচন্ড ব্যথা হয়তো সমানে রক্ত ঝরেছে
এই বাসের মধ্যে ক্রমশ দম বন্ধ হয়ে আসছে
মুখ মনে পড়ছে, শেষ কথা কি বলতে চেয়েছিলে ।


জনগনের ধ্বনি ক্রমশ অস্পষ্ট যেন কিছু বলছে
''এখন অনেকে বেঁচে আছে এইখানে বাসের ভিতর ''
আমার মোবাইলে প্রিয় ringtone সমানে বাজছে
হাতটা আমার বশে নেই, তুমি দুশ্চিন্তায় খবর দেখছ ।

বড় তৃষ্ণা শুধু একটু ফোটা জল হলে ভালো হত
অভিমন্যুর মত মনে হচ্ছে অসম যুদ্ধে নিশ্চিত হার,
নতুন অতিথি আসছে এটাই কি ছিল শেষ কথা
পাশের মানুষটা হিক্কা তুলছে, আমার ঠিক তাই...



এই কবিতার সাথে স্থান কাল পাত্রের কোন মিল নেই । তবে আজকের (৩১/০৩/২০১৬) ব্রীজ ভেঙে পড়া মিল অবশ্যই আছে ।