কিছু কিছু ভাস্কর্য
রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে রয়ে গেছে ।
তবু যেন ওরা অপূর্ব !
অনন্ত কাল সময় যেন থমকে গেছে
মনোরম ঐতিয্য আজও বহমান ।


কিছু কিছু সৌন্দর্য
ঘেমে ওঠা কপালের প্রায় মুছে যাওয়া টিপে।
তবু যেন সে অপরুপা !
রঙিন ছিল এখন সাদাকালোতে আরো রঙিন
মঞ্জরিত ঐতিহ্য  আজও অমলিন ।


কিছু কিছু মূর্ছনা
সুরে তানে পরতে পরতে মিশে গেছে
এনে দেয় স্বর্গীয় আবেগ
সেই আতর হাজার ঝাড়বাতি, সেই ধুপ ধুনো
গুঞ্জরিত ঐতিহ্য আজও বর্তমান ।


কিছু কিছু দৃশ্যাবলী
বার বার জীবন্ত হ্য় সমুখে কিছুতেই সরেনা ।
মুখটা কেমন বিকৃত হ্য় !
পানপাত্রে মাকড়সার সেই জীবন মরণ লড়াই
দৃশ্যমান ঐতিহ্য আজও শব্দহীন ।


কিছু কিছু কবিতা
সূর্যের বলয়বৃত্তে আলতো করে লেগে থাকে ।
অজানা নির্মানে উদ্ভাসিত !
কোনো এক শব্দ-রত্নকে সরানো যায়না
চঞ্চলিত ঐতিহ্য আজও বিদ্যমান  ।