বৃত্ত ক্রমশঃ ছোটো হচ্ছে
ছায়ারা কেমন দীর্ঘ হচ্ছে ।
সবুজ পাতারা হলুদ হচ্ছে
তোমায় বড় মনে পড়ছে ।


তানপুরার তার ছিঁড়ে গেছে
বাতিগুলো একে একে নিবেছে ।
গানের ভাষারা দুরে চলে গেছে
মন বিষন্ন বেদনায় ভরে আছে ।


তুমি তো কবেই গিয়েছ চলে
পিছন ফিরে দেখবেনা বলে ।
কেউ যে তোমার আপন বলে
পথ চেয়েছিল তুমি ফিরবে বলে ।


ঘনঘটায় চকিতে বৃষ্টি এসেছিল
জামরুল গাছে পাখিরা ভিজেছিল ।
পুরনো বাসা ঝড়ে ভেঙে পড়েছিল
বাজ পড়তেই বুকটা কেঁপেছিল ।


বৃত্ত ক্রমশঃ বিন্দুতে এসে মেশে
আশিতেও মেঘের  ভেলা এল ভেসে ।
সাহস হলো ভয়গুলো মিলে মিশে।
মাগো তুমি কি এলে নিতে অবশেষে ।