ছবিটা সংরক্ষন হবে


ওরা মানুষ ওদের অনেক প্রয়োজন


আজ লাগাম ছাড়া চাহিদায় ওরা দনুর পুত্র
এই বড় দিঘি'টাকে ছোট্ট করে মোড়া হবে !
ইতিহাস লিখে রাখতে ছবিটা সংরক্ষন হবে।
একদা এখানেই ছিল বিশাল এক সরোবর ।


দিঘির পাশের রাস্তাটা সোনালী চতুর্ভুজ ।
ঝাঁ চকচকে গাড়িগুলো হুসহুস করে গন্তব্যে
বিচ্ছুরিত আলোয় রাত বোধ হবে দিনের মত !
এই রাস্তার নামটাও একদিন পাল্টে যাবে ,
ইতিহাস লিখে রাখতে  ছবিটা সংরক্ষন হবে।
একদা গলিপথ আজ হয়ে গেছে রাজপথ ।


সারি সারি যে রেইন ট্রি লাগানো হয়েছিল
তার সালতামামি আজ আর কোথাও নেই !
ঐ গাছগুলোর পাতা বৃষ্টির মতো ঝরে পড়ে
দিনের বেলায় তার ছায়ায় অন্ধকার ঘনায়,
বিশাল বপুতে করেছে কেউ  নাম খোদাই ।
জোত্স্না পড়ে মাটিতে যখন পাতা মুড়ে ঘুমায়
ইতিহাস লিখে রাখতে ছবিটা সংরক্ষন হবে।
একদা এরাই শহীদ হয়েছে এই রাজপথ জন্যে ।


গাছে গাছেই  ছিল হরেকরকম পাখির বাসা ।
কিছু তাদের চিনি  কিছু ছিল অচেনা যাযাবর
হতে পারে পথ ভুলে ওরা পরিযায়ী পরিবারের
সাদা কালো পালকে আর হলুদ লম্বা ঠোটে
বাবা মা চিন্তায়, ছানারা যে উড়তে শেখেনি
সবে ওদের ফুটেছে চোখ গায়েতে পালক রোঁয়া
ঐ এল একদল গাইতি কোদাল করাত সমেত
বুকে যেন লাগলো ঘা বৃক্ষ নিধনে মরবে ছা
ইতিহাস লিখে রাখতে ছবিটা সংরক্ষন হবে।
একদা উন্নয়নে পরিযায়ী করেছে আত্মহনন ।


জনগনমন উল্লসিত উন্নয়ন ফলক উন্মোচিত ।