১)
লোনা বেদনার সাগরে
একা একা নাও বেয়ে চলেছ ।
পথ হেঁটে হেঁটে ক্লান্ত
ফেলে আসা পথে চিহ্ন রেখেছ ।
এখন যে মেঘে মেঘে বজ্রপাত
বুকের কম্পনে কাওকে খুঁজেছ ?
২)
অনুপম একটা ভাঙ্গা গড়া কাব্যময়
যখন তখন আসে ফিরে ফিরে  ।
ঢেউ একবার কাছে নিয়ে আসে
আবার তাকে  নিয়ে যায় দুরে ।
আমি ঠায় বসে থাকি নির্জন বালুকা বেলায়...
তাকেও ধরে রাখিনি, চলে গেছে ঠিক যেন সময়
৩)
দীপান্বিতা কেমন আছ ?
অনেক দিন দেখিনি তোমায়  
ভুল করে কি এসেছিলে ?
মেঘ কালো জাম গাছের তলে ।
জানি অপেক্ষা করেছিলে ?
মনে মনে কি আওড়ে ছিলে?
একবার এসো, কাছে থাকো, চলে যেও ...
      আজও তুমি এলেনা !