আমি তো নই আদিকবি ,সামান্য এক প্রেমী
তবু ও কেন মনের ভিতর এমন উতালতা ।
নীলআকাশ  নিমেষে ঢেকে দেয়
খ্যাপা ষাঁড়ের মতো ঘন কালো মেঘ ।
বাতাস ও যেন টের পেয়েছে
কেমন এক ফিসফিসনি আর নিস্তব্ধতা ।
জামরুল গাছের বুকে কম্পন শুরু
একটা সাপ আশ্রয় খোঁজে সে গাছে ।
সাপের চেরা জিভের আলো আকাশে ছড়ায় ,
হয়তো কাছে পিঠেই প্রচন্ড শব্দে বাজ পড়েছে ।
পুরোনো বট গাছের কাকগুলো
হঠাৎ দিশাহারা হয়ে কা কা করে ডাকে ।
কি হ্য় কি হ্য় ঠিক এর পরের দৃশ্যে
অনবরত ঘরে ঘরে শংখ বেজে চলে  ।
আলোগুলো দপ দপ করে নিভে গেল
পাকে পাকে ঘিরে ধরে রাজ্যের অন্ধকার ।
ঘন ঘন বিদ্যুত চমকে নিজেই চমকিত
রক্ত শুন্য মুখ টুকরো হ্য়, যেন ভাঙ্গা আয়না ।
ভয়ার্ত চোখ শুন্য যুগল হাতের অনুসন্ধান
যদি পাই তাই অন্ধকারে হাতড়ে মরি ।
মনে পড়ছে তোমার মুখ বারংবার
আমার তুমি কোথায় কেমন আছ ?