বন্ধু তোর লাগি রাত জাগি
নদীর ধরে বসে থাকি ঠায় ।
সূর্যি ওঠে সূর্যি ডুবে যায়
পাখিরা সব ফিরেছে বাসায় ।


টুপুর টুপুর সন্ধ্যামনি ফোটে
ঝিকির মিকির জোনাক ওঠে জ্বলে ।
শুধু একটা পাখী ডানা ঝাপটায়
মুচড়ে ওঠা কান্না দু চোখেতে ঝরায়  ।


চাঁদের আলো লাগেনা ভালো
দারুন জ্বরে শরীর পুড়ে ছাই ।


রাত জেগে সব তারারা হয়েছে ক্লান্ত  
তমসাঘন আঁচল ছায়ায় রজনী ঘুমন্ত  ।
বকের সাদা ডানায় আঁধার ফুরোয়  
শুধু সেই ফেরেনি নাও ভিড়েছে ডাঙায় ।