রাজা তোর কাপড় কোথায় গেল
শিব গড়তে বাদর গড়েছিস ।
ওরা ভাঙছে চুরছে দখল করছে
(তবু ) ওদের মাথায় হাত রেখেছিস ।
রক্ত ঝরা কান্না দেখতে শুনতে পাসনা
অহংকারে চক্ষু কর্ণ বন্ধ করে রাখিস ।
ওরা আগুন দিচ্ছে ঘর বেছে বেছে
থাকব কোথায় ? এখন আমি ঘরছাড়া ।
আমি নাকি অনেক দোষেই দোষী
তাই আমার হাতেই হাতকড়া ।
রাজা'রে তোর কাছে কী জবাব আছে ?
উত্তর শুনি, প্রশ্ন নয় নির্বাক হতে বলিস ।
পড়া শুনা করতে গেল মেয়ে
সেতো আর ফিরলোনা এই ঘরে ।
এদিক ওদিক হাতড়ে বেড়াই
হাট বাজারে দারুন অন্ধকারে ।
রাজার জবাব 'ওরে এমন কতই হ্য়,
মান খোয়ানোর দামে সবটা ভুলে যাস '।
রাস্তা জুড়ে ঠিকরে পড়ে আলো
সবাই জানে রাজা কতই ভালো।
কথাই আছে পিদিম তলে অন্ধকার
মরীচিকাতে ভুল করেছি আবার ।
রাজার সেপাই বলে 'রংটা বদলে নে,
নইলে কপালেতে অনেক কষ্ট জানিস"।
সব হারিয়ে মনে প্রাণে গড়ব যে এক প্রাচীর
ভয়ের শাসন মানবনাতো তুলব এবার ঝড়।