আজ পশ্চিমের মেঘটা ছিল
ঠিক যেন একটা খ্যাপা ষাঁড় ।
যেভাবে দিগন্তটাকে ঢেকে দিল  
আকাশের মুখ বুঝি দেখবনা আর ।
অথচ পুবেতে সূর্যি দিব্যি ছিল
হাস্যমুখী দেখে উত্তেজিত ষাঁড় ।
খুব খুশি লাগে দেখে পুবের হাসি
পশ্চিম দেখে বুক করে ধড়ফড় ।


কি হলো হটাত দিনেতে অন্ধকার
কি হবে হাল? তাই ভেবে অস্থির ।
বেছে বেছে তারে আজকেই ভুলেছি
সে নাই সে নাই আতিপাতি খুঁজি
লুকালো কোথায় অভিমানে বুঝি !
কি করি এখন ? মাথা কোথা গুঁজি
কালো ছাতাখানি শুধুমাত্র ভরসায় ।
চিরসাথী একান্ত বিত্ত এই বর্ষায় ।


সেই বিনে মন লাগেনা ঘোর বাদলে  
লাজ মান কে রাখিবে এ বিপদকালে ?
ছাতা এক উড়ে আসে ঝড়ো বাতাসে
ভালোই  হোলো! আর ভয় করি কিসে ?