আমি ওদের কেউ নই, ছিলাম না কোনকালে
তবু ওদের দেখি শুনি অস্তিত্ব বোধ করি
তারপর আবার নিজের জগতে ফিরে আসি
গা ঝেড়ে দিয়ে ডাঙ্গায়।
ঠিক নিজেকে মনে হ্য় যেন একটা পানকৌড়ি ।
যে ছেলেটা বোনের সম্মান বাঁচাতে
নিজের প্রাণ বিকিয়ে দিয়েছিল ।
ওর জন্য বুকের ভিতর কেমন করেছিল
ঠিক যেন নিস্তরঙ্গ পুকুরে ঢিল পড়া ।
তারপর ঢেউ কখন থেমে গেছে তীরে এসে ।
যে মেয়েটা হারিয়ে গেল আলোর অন্ধকারে
তখন জোরালো নিয়ন আলো জ্বলছিল
চোখ ধাধানো আলোর হাতছানিতে মিলিয়ে গেল ।
চোখ কচলে নিয়ে আমিও অন্য পথে
ঠিক যেমন মরিচিকা ভ্রমে পথিক বোঝে ।
মনকে প্রবোধ দিতে থাকি বারবার
আমি ওদের কেউ নই, ছিলামও না কোনকালে ।