বুক পকেটের জোনাকি গুলো
আলো দেওয়া শেষ হলে পাঠিও
খামে করে আমার ছোট্ট ডেরাতে।
কতদিন আমি জোনাকি দেখিনি
তুমি পাঠালে রাতের অন্ধকারে
একটা একটা ছেড়ে দেব উড়তে ।


কানে কানে ফিসফিসিয়ে বলব
পাঠিয়েছ কী উষ্ণ শরীরের গন্ধ;
সেই যন্ত্রনা,যেটা কাউকে পারোনি বলতে।
খাম ছিঁড়ে দেখি অপূর্ণ এক ইচ্ছা
একটা আইসক্রিম দুজনে খাব
আনচান মন অঙ্কটা পারিনি মেলাতে।


বালুচরে হাত ধরে হেঁটে যাব
একে অন্যের ছায়া মাড়িয়ে মাড়িয়ে
ছিল অমাবশ্যা, সেদিন ফোটেনি জোত্স্না ।
মৃত এক জোনাকি খামের ভিতর
আগুন শপথ আজীবন থাকবে পাশে
দ্বৈত কন্ঠে সেই গানটা গাওয়া হলোনা ।


মৃত জোনাকি নড়েচড়ে উড়ান দিল
বুকের ভিতর অজানা কাঁপন শুরু হল
আজই দেখি ফুটেছে টবের হাসনুহানা ।



কবি গোলাম রহমান কে উত্‍সর্গ করলাম।
উনি এই কবিতার অনুপ্রেরণা ।