অনন্ত এক আকাশ হয়ে
       ভালবাসা ছড়িয়ে গেলে ।  
কাজল কালো মেঘলা হয়ে
      বৃষ্টি কতক ছড়িয়ে ছিলে  ।      
ছিলে... আছো... থাকবে...


মাটির বুকে সুপ্ত বীজে
       যে প্রাণ দিলে সঞ্চারী ।
সেই প্রাণেতে অমল আলো
       বিশ্ব প্রেমের ছড়াছড়ি ।
ছিলে ... আছো... থাকবে...


তোমার বিহনে বানজার ভূমি
       কি করে হবে শস্য-শ্যামলা ?
আকাশের পাখী হারাবে গান
       ফণীমনসার কানামাছি খেলা ।
ছিলে ... আছো... থাকবে...


রুষ্ট হয়েছ ধরেছ রুদ্ররূপ
        গেয়েছ গান রুদ্র বীনাতে ।
জগত সংসার ত্রাহি ত্রাহি
        পারেনা তারে যুঝিতে ।
ছিলে ... আছো... থাকবে...


মনের মতন মানুষ হয়ে
       বেশতো  ছিলে বিপদে আপদে ।    
তবু ও সব ছেড়ে যেতে হয়
        নতুন জমিতে নতুন আবাদে ।
ছিলে ... আছো... থাকবে...


এইতো জীবন আশা অন্ধকার
        যাওয়া আসা মানুষের ভিড়ে ।        
যাবার বেলাতে  বিদায় হেসে
         দিয়েছ কথা আসবে ফিরে ।        
ছিলে ... আছো... থাকবে...