চুপ করে আছি , চুপ করে গেছি ,
তাই বলে মনে করোনা জবাব দিয়েছি
এখনো আমি দ্বিধা দ্বন্দে ভুগছি
অনেক তোলপাড় শেষে স্বপ্নে হাত ধরেছি
যেন, এখন আমি তোমার হয়ে গেছি ।।


চুপ করে আছি , চুপ করে গেছি ,
বার বার অনেক প্রতারণা পেয়েছি
বুকের ভিতর ধুক পুকুনি বেড়েছে
সামনে খাদ পিছনের পথ পিছল হয়েছে
কত রাত তারাদের মিছিলে হারিয়েছে ।।


চুপ করে আছি , চুপ করে গেছি ,
তাই বলে ভেবোনা জবাব ফুরিয়ে গেছে
আমার তুমিতে উপনদী এসে ভিড়েছে
জল খেলাতে লবনাক্ত লহু মিশে গেছে  
ফাগুন দিনে বিরহের গান বেজে গেছে ।।


চুপ করে আছি , চুপ করে গেছি ,
তাই বলে ভেবোনা বৃষ্টি ভেজা দিন ভুলেছি
প্রশ্নবোধক চিহ্নিত লাশ কফিনে রেখেছি
শিউলি ফোটা সকালে আগুন্তক এসেছি
আর ফিরবনা, আমি তোমার হয়ে গেছি ।।