আজ শেষরাতে তার কান্নায় ঘুম ভেঙে গেল
সবুজ পাতা থেকে, খড়ের চালা থেকে
অনবরত ঝরে ঝরে সে নাকি খুব ক্লান্ত ।


সন্ধ্যাতে ইমন রাগে ঝংকার তুলেছিল
সুর বেঁধে নূপুরের রিনিঝিনি সঙ্গতে ছিল
ঝিঁঝির ডাকে জমে গেছিল সন্ধ্যা বাসর  ।


সাঁঝ গড়িয়ে রাত শুরু বেহাগের তানে তানে
তমসা শরীরে; মেঘের রুপালী ওড়নার ঝাপটা,
ভেকের দল ডেকে ডেকে সাথী খুঁজে ফেরে ।


সশব্দে গভীর রাতের শেষ ট্রেন ফিরে গেল
কালো ছাতার উপর তখন মেঘমল্লার ঝালা,
কাতর প্রার্থনা এবারে ফিরে যাও  ।


মালকোষে ডানা ঝাপটায় রাতজাগা নিশাচর
এখন পান পেয়ালার তরঙ্গ হৃদয়পুরে কন্ঠলগ্না
ঝাড়বাতিটা নিভিয়ে রাত্রী আরো নিবিড় হলো ।


মেঘের দল ফিরে গেছে সবটুকু তার খুইয়ে
এখন গাছের পাতা, খড়ের চালা ঋণশোধ করে,
রাত জলসাতে বৃষ্টিরানী চোখের পাতা ফেলেনি ।


এবার একটু ঘুমিয়ে নেবে পেলব আহির ভৈরবে
এলিয়ে দিল শরীরখানি শেষ রাতের কিংখাবে ।