একদিন আকাশের মতো অপেক্ষায় ছিলাম
পূর্ণচাঁদ জেগেছে দীর্ঘ পক্ষকালের অদর্শনে
তারাগুলোর নরম আলোর ঝিলিমিলি আশাতে  
জোনাকির টিপটিপ ঝাড়বাতির জালা আসরে ।


একটানা সারেঙ্গী বাজিয়েছে ঝিঝি পোকার দল
সঙ্গতে শুকনো পাতার মর্মরধ্বনি, বুক কেঁপেছে
নিশাচরের ডানাতে ছিল বুঝি সেতারের চিনগারী
অন্তরাল থেকে চামেলি সুগন্ধি ছড়িয়ে গেছে ।


কবিতার শব্দেরা একে একে আসরে ভিড়েছে
তোমার আমার মিলন গানের সুধার ভাগ নিতে
কথা দেওয়া শুধু কথার কথা,স্মৃতির পাতা উড়ে
রাত ফুরিয়ে দিনের শুরু, স্বপ্নবাসর গেল ভেঙে ।