আমার আমিকে হারিয়ে ফেলেছি
ফেলে আসা স্মৃতি ঘন অরণ্যে  ।
কুসুমিত কদমের রেনুতে খুঁজেছি
ফেরিওয়ালার খেলনা বীনের ধুনে ।


ভোকাট্টা ঘুড়ি ধরতে ছুটে গেছি
আকাশ-নীল বে-হাওয়ায় সে হারিয়েছে  ।
ডুবুরীর মতো শুধু ডুব দিয়ে গেছি
মুক্তো অন্বেষণে কত ঝিনুকের প্রাণ গেছে ।


বাদল মেঘে কাজল চোখের ইশারায়
গোলক ধাঁধায় পথ হারিয়ে ফেলেছি ।
আবার কনে দেখা আলোয় জীবন গান
গাইব বলে কত অচেনায় পথ ঘুরেছি ।


পদ্মপাতায় কালো ভ্রমরের নাচ দেখব
তাইতো এই জীবনটা  রেখেছি  বাজী ।
কখনো বাষ্পায়নে  কখনো তরলায়িতে
আবার কখনো হিমকণিকায়  আজও খুঁজি ।