এত প্রাণবন্ত  যে মাঝে মাঝে ভয় হ্য় ,
যদি সে কুঁকড়ে যায় প্রাচীন চোখের নজরে
তাই আত্মগোপন করি অন্ধকার গহ্বরে ।
নিজের তেজস্ক্রিয়তাকে গোগ্রাসে করি ভক্ষণ;
সত্যি সত্যি টুকরো টুকরো হয়ে ছড়িয়ে যাচ্ছি
ভূগোলে  ইতিহাসে পৃথিবীর প্রতিটি কণায় কণায় ,
এখনই ছুটবে, ধমনি আর শিরায় শিরায় ;
দুর্বার বেগে এগিয়ে যাবে নীললোহিত কণায় ,
গজিয়ে উঠবে বিষচারা, সিক্ত হয়ে রক্তধারায়
বীজপত্র থেকে ক্রমশ ফুল্ল কুসুমিত শাখা প্রশাখায়
প্রতি রেণুর  অলক্ষ্যে থাকবে প্রজন্মের কলঙ্ক ;
আর ছড়াবে, বিশ্ব চরাচরে ঝলকে ঝলকে বিষ,
বিষে বিষে আচ্ছন্ন পৃথিবী শাপভ্রষ্ট  অহল্যার মতো !
তখনি শাপমুক্ত করতে তোমার কবিতা এগিয়ে আসে
অতিবেগুনী রশ্মির কবল থেকে ছিনিয়ে আনো প্রাণ
আবার আদম আর ইভের জন্য কানন সাজাও  
সবুজ ক্লোরোফিলে, সাথে আনো প্রাণের  স্পন্দন
আর একটা পৃথিবী, আর অনেক অনেক সৃষ্টি
        নবজাতকের জন্য পৃথিবী