আজ বড় উতল এই হৃদয়খানি
ভোর হল সূর্যের বুকে কাল ছায়া দেখে
শালিখ পাখিটার চোখে চোখ পড়তেই দিল উড়ান
কাঞ্চন ফুলগুলো নিমেষে পাপড়ি ঝরিয়ে দিল
বিস্কুটের টুকরোগুলো কাক যেন দেখতেই পায়নি
আমগাছ থেকে কাঠবেড়ালী এল চকিতে ফিরে গেল!


বুকের চিনচিন ব্যথা মাঝে মাঝে জানান দিছে
'আমারে ভুলনা প্রিয় আমি যে এখন তোমারি '
জানি তুমি যন্ত্রনা বন্ধনে নিয়ে যাবে কালের ওপারে
কিন্তু এখনো যে শিশু বীজপত্রটি রোদ্দুর দেখেনি
এখনো ভাতের হাড়ির চাল যে সম্পুর্ন সিদ্ধ হয়নি
আর ও কটা দিন আমায় কী দিতে পারোনা প্রিয়তমা !