দুরে গেছো
বিজয়ার চিঠি লিখবে বলেছিলে, কই পাঠালেনা!
আগে চিনতাম
দিনকাল পাল্টেছে, এখন আর পিওনরা আসেনা ।
ভালো খবর
থাকলে পেট ভরে ওরা মিষ্টি খেতে চায়তো ।
উল্টোটা হলে
কিছুক্ষন থেকে গলা ভারী করে বলতো আসি ।
দাদুর চিঠি পড়ল,
ফোকলা দাঁতে ঠাকুমার সে কি লাজুক হাসি ।
একবার অভিমান  
ডাক-কাকু তুমি ইচ্ছা করে আমার চিঠিটা দিচ্ছনা।
মৃদু হেসে
কাকু বলেছিল, তুমি অফিসে এসে খুঁজে নাওনা।
পরে জেনেছি
অফিস থেকে অজানা আদেশে চিঠিই ছাড়া হয়নি ।
ক্ষমা চেয়েছি
কিছুদিন পর সেই চিঠিই পেলাম সেই মৃদু হাসিতে ।
কেটেছে বহুদিন
চুলতে এখন রুপোলি রং দৃষ্টিও খুব প্রখর নয়,
অপেক্ষা করছি
তোমার চিঠি আসবে, মনে যেন অকাল বসন্ত ।
বেলটা বাজলো
দরজা খুলতেই খূব চেনা মিষ্টি হাসিতে খাম ।
আপনি সবুজকণা
ঝকঝকে মৃদু হাসিতে বললে, ডাক-কাকুকে চিনতেন ?
একরাশ অতীত
নিঃশব্দে সামনে দাঁড়িয়ে, হাতে সেই বিজয়ার চিঠি ।