আগুন বুকে রেখে অপেক্ষা করছি
কখনো ধিকিধিকি কখনো দাউ দাউ
একটু করে ইচ্ছাগুলো ছুঁড়ে দিচ্ছি


উত্তেজিত আগুনের লেলিহান শিখায় ।
ইংদ্রিয়গুলো বিদ্রোহ জানায় মুষ্ঠী তুলে
আমি এখন পৃথিবীর মতো অব্যক্ত
সারা শরীরে এখন আগুন আগুন খেলা
শেষ দৃশ্য দেখতে চোখ জ্বেলে রাখি ।
মাংস খসে গিয়ে সাদা হাড়ের অট্টহাসি
মজ্জার উঠোন জুড়ে এখন হুড়োহুড়ি
গাজনের তান্ডব নাচন তা থৈ থৈ
দীপাবলীর আলোকমালায় ঝলকানি ।


এখনো সময় হয়নি বুঝি তোমার
এখনো চাতক তৃষিত চক্ষু মেলে
তোমার অদর্শনে বানজারা ভূমি
এসো বৃষ্টি ঝড়িয়ে দাও পুনর্জন্ম ।