আরোহনে গলা গুলো মিলে মিশে একাকার
অবরোহনে ঝরনাধারা ঝরছে থাকে ঝরঝর ।
কান রেখে বাম হাতে কন্ঠ মেলায় পড়শী
কপালে কেমন  টিপ মেয়ে দেখে আরশি ।


আলাপ বিস্তার তান, গান গান শুধু গান
তবলাটা সুরে বাঁধে ওপাড়ার বুলবুল খান ।
এপারে আর ওপারে বসলো গানের আসর
চাঁদের আলোয় শুনতে ভালো বসন্ত-বাহার ।


পা ধা নি ধা নি সা নি সা রে গা তাড়ানা'র বোল
ধা ধা  ধিনতার একতাল থেকে দ্রুত তিনতাল ।
এপারে ওপারে দ্বন্দ যা ছিল নিমেষে দূর হলো  
বর্ণ গন্ধ সুরে তালে আজ যেন ওরা মিলে গেল।।