পথ চলতে চলতে
      যেখানে রোদ্দুর দেখব সেখানে দাঁড়িয়ে যাব
      সেখানেই রোদ্র স্নান শেষে যাব গাছের ছায়ায়
      মখমলের মত সবুজ ঘাসের শিশিরে পা ভেজাব
      নাম না জানা পাখির কাকলিতে কান পাতব ।
                               সাথে তুমি থাকবে তো ?
পথ চলতে চলতে
       যেখানে পাহাড় বেয়ে ঝরনা নামবে দাঁড়িয়ে যাব
       সেখানেই স্নিগ্ধ স্বচ্ছ জলধারায় নুড়ি কুড়িয়ে নেব
       আকাশের নীল মেখে ঝরনার ওড়নাও ঘন নীল
       সেই নীল ওড়নায় নীলস্বপ্ন দুহাতে ছেঁকে নেব  ।
                                 সাথে তুমি থাকবে তো ?


পথ চলতে চলতে
       যেখানে সূর্য্য পশ্চিমে কুসমে রাঙিয়ে নিদ্রা যাবে
       সেখানেই রাত কাটাব একটু করে আঁধার ঘিরবে  
       এখন গভীর রাত একটা দুটো জোনাকি জ্বলবে
       শেষে চাঁদটাও ক্লান্ত হয়ে মোমের মত ঝরবে ।    
                                  সাথে তুমি থাকবে তো ?