প্রদীপ জ্বালিয়ে কখন নিজে
                কোথায় যে গেলে হারিয়ে ?
যে আলোর কণা সংসার জুড়ে
                তুমি রেখে গেছো ছড়িয়ে !


সেই আলোতো আজো জ্বলে
              সেই আলোতেই পথ দেখি ।
কত রাত জেগে অপেক্ষাতে
              দেখি তুমি এসেছো নাকি ।


ঝিঁঝি ডেকে ডেকে বড়ই ক্লান্ত
               করুণ সুরের সানায় স্তব্ধ ।
ককিয়ে ওঠছে রাতজাগা পাখী
               পাখায় তার জাগায় শব্দ ।


আকাশের চাঁদ ঘুমিয়ে গেল
            পালক সাদা মেঘের বুকে ।
তারা বুঝি এক খসে গেল
            এধরা মাঝে থাকতে সুখে ।


ফাগুন বাতাসে এলোচুল দেখো উড়ছে
             হৃদয় জুড়ে উথাল পাথাল ।
জাগানিয়া সুরে পৃথ্বী ঘুম ভাঙ্গছে
             তবুও আমার হলোনা সকাল ?