এইতো সেদিন পড়ন্ত রোদ্দুরের শেষ বিকেলে
     ছবি তুলেছ আপনজনদের সাথে নাগাড়ে ।
ছিলে অমল হাসিতে বিভিন্ন মুহুরতের ভঙ্গিতে
       তখন কি জানতে তোমার ডাক এসেছে !
পিছনের দেওয়াল অঙ্কিত গো-শিল্পের চালচিত্র
    বিশ্বাস ছিল ওটা হস্তশিল্প কাজই মুলমন্ত্র ।
এতটুকু বিরক্তির চিহ্ন ছিলনা ঐ মুখ বদনে
      তখন কি জানতে সময় ফুরিয়ে আসছে !
এইতো সেদিন দস্তখত করলে নিজ দফতরে
    এই আশায় কিছু মিলবে ভাতের থালায়।
পায়ে পায়ে আশির দরজা পেড়িয়ে গেছ সবে
   তখন কি জানতে স্বপ্নতরী সাজানো প্রস্তত !
এইতো সেদিন উত্তর পুরুষের প্রথম ভাতে
     যন্ত্রনা লুকিয়ে দিব্যি ছিলে সবার সাথে ।
শেষ ঠিকানা অবলীলাক্রমে বামবুকে টুকেছিলে
      বলেছিলে, কোথাও যেওনা দুদিন দেখো!
সকাল দুপুর সন্ধ্যে রাতের জীবনদায়িনী
      কুলুঙ্গিতে এখনো তেমনি পড়ে আছে ।
মহানায়কের হাসি হেসে শেষ গান শুনেছ
       'আমি এত যে তোমায় ভাল বেসেছি'
অপুরন কিছু আশা গঙ্গাসাগর কি হরিদ্বার ?
জানতে না! সেই গঙ্গায় নেবে শেষ বিশ্রাম!