হঠাত্‍ মৌরি এসে বলে কেমন আছো?
ওর দিকে চেয়ে থাকতাম অনন্তকাল
খুব অসাধারণ দ্যুতি মাখানো দুচোখে ।
দুই ভ্রুর মাঝখানে লালচে তিল
যেন মঙ্গলগ্রহ, জাদুর মত আকর্ষণ ।
ঠোঁটের কোণে মুক্তোর মত হাসি  
ঝিলিক খেলে যেত আকাশ জুড়ে ।
অধীর অপেক্ষায় নখ খুটতে থাকো
“কই কী হল কথা বলবেনা ?
তোমার ডাকে সাড়া না দিয়ে ভুল করেছি
আগুনে নদীতে সাঁতরে ফিরে এসেছি ।
দেখ দুই ডানায় পোড়া কার্বনের গন্ধ
আমার শরীর জুড়ে  দগদগে ক্ষত
অনবরত রক্তক্ষরণ, পদচারণে আলতা ছাপ।
তবু আমি ফিরে এসেছি তোমার কাছে
পাখি যেমন দিন শেষে বাসায় ফেরে
পাখনা ঝেড়ে সারা দিনের ক্লান্তি মোছে ।
খনির আঁধারে একটুকরো হীরের মত মন
অনেক ঝড় বাতাসেও আগলে রেখেছি ,
আজ, বসন্তরাজ হয়ে তুমি আমাকে সাজাবে
আমার রিক্ত ডালে পত্র পুষ্প ফোটাও !