এই যে ছড়িয়ে গেল
দিগন্ত জুড়ে আমার ব্যথার ককিয়ে ওঠা যন্ত্রনাগুলি ।
বেশ কিছুটা রয়ে গেল
শিশির ভেজা সবুজ ঘাসের নরম বুকের কোরকে ।
আর কিছুটা রয়ে গেল
ফসল কাটা রিক্ত জমির পড়ে থাকা শস্যকণায় ।
তবু কিছুটা রয়ে গেল
খেজুর নলে উপুর হয়ে চুমুক দেওয়া বুলবুলিটার ঠোঁটে ।
আর কিছুটা রয়ে গেছে
ঘুমের মতো আলতো হয়ে আলগা বিনুনি অলস খোঁপায়।
অবশেষ যতটুকু যা ছিল
নতুন সাথী খোঁজার নেশায় যাযাবরী এক নতুন দিশায় ।