কি দরকার ছিল, ভর-সকালেই আকাশের জুড়ে মেঘলা আনার?
দখিনা ছিল বেশ ফুরফুরে, আর পাতার আড়ালে কুহু কোকিলার।
সব তো ঠিকই ছিল, তবু কেন অঝোর ঝরে ঝরলে বৃষ্টিধারায় ?
মনে কী পড়ে গেল, সেই দুখিনীদের যারা জীবনভর কেঁদে যায়!
পুরুষের তৈরী ফাঁদে থাকে,ওদের কী প্রতিবাদ করতে শেখাবে ?
যারা দশভুজা অসুর নিধনে। হায়, কবে ওরা নিজেদের চিনবে ?