চোখে চোখে যেই কথা হোল
অমনি মন পাঁপড়ি মেলে দিল !
আকাশ জুড়ে রামধনু দেখা গেল
মলয় বাতাস মৃদুমন্দ বয়ে গেল।
ওলো সই আমার যে কি হলো
শুনলি নাকি সে কি বলে গেল ?
'সূর্য্য ডুবে সন্ধ্যা নেমে এলে  
মিলন হবে নদীর ধারে গেলে'।


পা'ও ডুবেছে মাটির ভিতরে
হৃদয় খানা ধুক্পুকিয়ে মরে ।
কপালে হাত দিয়ে দেখনারে
জ্বর এসেছে সারা শরীর জুড়ে ।
বাতাস লেগে বাঁশের পাতা নড়ে
হাওয়ায় তেমন আঁচলখানি ওড়ে।
আগুন দেখে পোকা যেমন ঝরে
প্রেমানলে পুড়ে আমি যাচ্ছি মরে  !