মুখ ঢেকোনা আর মেয়ে বরং ওড়না সরাও মুখের  
সর্বশ্রীর মধ্যমণি মুখ পুড়ে গেছে তার !


তুমি হয়ে গেছো প্রতিবাদী মুখ দরবারে জনতার
হাতে নাতে সব মিলিয়ে নিচ্ছে আলো আর অন্ধকার ।।


কতযুগ ধরে আগুন পরীক্ষা কতরূপে কতবার
জ্বলেছো পুড়েছো মরেছো জানে এই বিশ্বচরাচর।।


গরিমাময়ী সর্বংসহা তুমি নারী কেন মর বারবার ?
আজ মুখে আর বুকে আগুণ রেখে পোড়াও অহঙ্কার ।।


মুখ ঢেকোনা আর মেয়ে বরং ওড়না সরাও মুখের  
সর্বশ্রীর মধ্যমণি মুখ পুড়ে গেছে তার !