অপেক্ষায় থাকো নতুন আদেশের জন্য
অভিশপ্ত নিশ্চল নিথর থাকো প্রস্তরসম-
    ''একটাও বুনো ফুল ভুল করে ফুটবেনা
     একটাও পাখী যেন ঝাপটায় না ডানা
     নতুন দিনের গান যেন কেউ সাধেনা
     ভোর সকালের আগমনী আর না
     আর কোনোদিন সকাল আসবেনা''


অস্বস্তিকর অসহ্য ঠিকানা অন্ধকার গভীর গর্তে
ভয়ে ভয়ে ভীত হতে হতে আশ্রয়  নিয়েছি ।
একে অপরকে চিনিনা জানিনা ভাবি শত্রুপক্ষ
যা ঘটছে ঘটুক চোখে পড়লে চক্ষু বন্ধ করছি ।


        তবু ও আকাশ ডাকে মুক্তির খোঁজ করতে
        ফুলের গন্ধ নিতে নীলাকাশে ডানা মেলতে
        বৃষ্টির ফোঁটায় অভিশপ্ত শরীর ধুয়ে নিতে
        শিখে নিচ্ছি আগুন শিখায় আবার নতুন হতে


প্রশ্ন একটাই  ''স্বাধীনতা কেন শিকলে বন্ধ হবে"?