শীতের পরশে হিমেল বাতাসে
  গাছ-গাছালি পত্র ঝরিয়ে দেয়;
আবার সাজে নব কিশলয়ে  
  নবরূপে চিরবসন্ত ডাক দেয়।
জীবনের পাতা তেমনি ঝরে
  ধীরে ধীরে নীড়ে রিক্ততা  ;
একবার কেউ ডাক দিয়ে যাক  
  সাড়া দিয়ে এই মনেতে পূর্ণতা ।
ঐযে কুহু কুহু অধীর ডাকে
  কার মনেতে ফাগুন আনাগোনা ;
ঐযে গুরু গম্ভীর মেঘের ডাকে
  মেঘলা মেয়ে হয়েছে আনমনা ।
পাহাড় ডাকে ঝরনা ঝরঝর
  সাগর ডাকে নদী পাগলপারা ;
বুনোহাঁস দল উড়লো আকাশে
  আজ কার ডাকেতে ঘরছাড়া ।
এবার আসছে বুঝি আমার ডাক
  ঈশান কোনো বিদ্যুত চমকায়;
আকাশ জুড়ে ধুম মেঘ জমেছে
  আসছে ডাক আপন ঘরে আয় ।।