কান্না হাসির দোলদোলানো
       এই ফাগুনের রঙ ছড়ানো।
ছিল ঝরা ফুলে স্বপ্ন মাখানো
       উত্তরণের দিশা জাগানো ।
ফুটলো যখন দিক দিগন্তে
       অমল আলোর রোশনাই
জাগলো তখন এই প্রকৃতি
       ভৈরবী সুর মুর্ছনায় ।
উড়ন্ত পাখী দুরন্ত ডানা
       ইচ্ছা জানার অজানাকে ;
পড়ন্ত রোদে ক্লান্ত শরীর
      আপন বাসা খোঁজে তাকে।
আলো আঁধার বুকের অতলে  
      জীবন মৃত্যু ভালবাসায় ;
কখনো হারানো কখনো পাওয়া
      ভব-নদীর বালুকাবেলায় ।